বিদায় বসন্ত কবিতা, লেখাঃ প্রবর রিপন, কাব্যগ্রন্থঃ গোধুলী ক্যাবারে। Biday boshonto kobita lyrics by Probar Ripon actor of Je jibon fornig er bangla natok. Probar Ripon is the vocalist and lyricist of Sonar Bangla Circus band, he wrote many bangla poems. প্রবার রিপনের কবিতা – বিদায় বসন্ত, অনেকে তাকে নরকের কবি বলেও চেনে। বিদায় বসন্ত কবিতা লিরিক্স বা বিদায় বসন্ত কবিতার লাইন – প্রবর রিপন. Bengali Poem of Probar Ripon.
Biday Boshonto Kobita Lyrics by Probar Ripon:
যে কোনাে দিনের মতাে বেরিয়েছি সন্ধ্যার রাস্তায়
শরবত বিক্রেতার লেবুর ঘ্রাণে হাঁটছে ইতঃস্তত মানুষজন;
হঠাৎ হাইহিল ভেঙে গায়ে ছিটকে এসে পড়লাে সে
নিজেকে পরিচয় দিলাে প্রেসিডেন্টের মেয়ে বলে,
বললাে “দুঃখিত, শান্তি আসবেই পৃথিবীতে”
বললাম “তার জন্যই তাে বসে আছি দরজা খুলে
কিন্তু বলাে তােমার মুখে রক্ত লেগে আছে কিসের ?
ব্যাগ থেকে সাদা পায়রার মতাে রুমাল বের করে
মুখ ঢেকে বললাে “যাই হােক শান্তি আসবেই পৃথিবীতে”
বললাম “তােমার মুখে লেগে থাকা রক্তের কি হবে !”
বললাে “ভুলে যাও রক্তের কথা,
ভুলে যাও শিশুরা হারিয়ে গেছে কোথায়
ভুলে যাও ঘাসের নিচের কঙ্কালের ভাষা,
ভুলে যাও কানে হজম না হওয়া সৈন্যের শেষ কান্না।”
সব ভুলতেই স্মৃতিভ্রষ্টের মতাে হেঁটে গেলাম তাকে ফেলে,
ডাইনীর প্রাসাদ পেছনে রেখে হেঁটে যায় আগুয়ান যুবরাজে।
হঠাৎ পাশ দিয়ে দ্রুতগতিতে এক গাড়ী গেলাে চলে
জোরে ব্রেক কষে থেমে ফিরে আসছে আমার দিকে!
আমি যত দ্রুত যাই সেও আসে আরও দ্রুতগতিতে
আর পথে চাপা দিলাে সে কয়েকজন পথচারীকে;
গােলাপ বেচা বাদামী কিশােরীও ছিলাে তার ভেতরে
অথচ বিস্ময়কর কোনাে ড্রাইভার ছিলাে না গাড়ীতে !
চাপা পড়ে কাতরানােদের দিকে মুখ বাড়িয়ে
ডিজেলের বদলে গাড়ী চুমুকে খায় রক্তের নহরে,
রক্তমদে মাতাল হয়ে শেষে চৌরাস্তার মনুমেন্টে
ধাক্কা খেয়ে ফেটে গেলাে তার চাকা বিকট শীকারে।
মনে পড়ে গেলাে হাইহিল ভাঙা প্রেসিডেন্টের মেয়ে
ব্যাগ থেকে বের করা সেই পায়রার মতাে সাদা রুমালে
ঠোঁটে লেগে থাকা রক্তবমির দাগ নেয় মুছে;
সিরিয়াল কিলার গাড়ীটা পড়ে আছে মধ্যরাস্তাতে,
বিশ্বাস করাে কোনাে মানুষই ছিলাে না সেই গাড়ীতে;
গাড়ীটাই যেন মানুষ, আহত গাড়ীর হর্ণ গায় কামুক সুরে
“দুঃখিত, শান্তি আসবেই পৃথিবীতে যদি নিষিদ্ধ করাে বসন্তকে;
বসন্ত এক ঈশ্বরহীন শয়তান ঋতু
শীতে মৃত্যুর শূন্যতার বাগানে
একের পর এক ফুল ফোটায় নাস্তির বিস্ময়ে;
শান্তি সেই ফুলের শব সাদা
আর ফ্যাকাশে স্যাঁতসেঁতে আঁধারে।”
আকাশে তারাদের কামার্ত আলাের বিদ্যুৎ সঙ্গমে
জ্বলে ওঠা উজ্জ্বল আকাশের গ্রীস্মের হিম মধ্যরাতে
দেখা হয়ে যায় আবার সেই প্রেসিডেন্টের মেয়ের সাথে;
পাহাড়ের উপর উঁচু প্রাসাদে লিমুজিন কারের মতাে ঘরে
অজস্র নেকড়েদের সাথে সে শুয়ে আছে বিছানাতে,
ফণা তুলে অগণন মৃত্যু কিলবিল করছে তার দেহে।
আরোও কবিতাঃ
Hydrogen Boma Kobita (হাইড্রোজেন বোমা কবিতা) Probar Ripon
Iti Apu Kobita Lyrics (ইতি অপু কবিতা) Pritthiraj Chowdhury – Pother Panchali
Tomare Peye Gele Birat Somossa Hoya Jaito Kobita Lyrics by Pritom K Paul
বিদায় বসন্ত কবিতা – প্রবর রিপনঃ
Je kono diner moto beriyechi sondhar rastay
Shorbot bikretar lebur ghraane haatche itostot manushjon
Hothat haihil venge gaye chitke ese porlo se
Nijeke porichoy dilo president er meye bole
Bollo “dukkhito, shanti asbei prithibite
Bollam. tar jonnoi to bose achi dorja khule
Kintu bolo tomar mukhe rokto lege ache kiser ?
Bag theke sada payrar moto rumal ber kore
Mukh dheke bollo jai hok shanti asbei prithibite
Bollam tomar mukhe lege thaka rokter ki hobe !