Skip to content
Home » Bunojahajer Pret Kobita (বুনোজাহাজের প্রেত) Probar Ripon

Bunojahajer Pret Kobita (বুনোজাহাজের প্রেত) Probar Ripon

Share with your Friends

প্রবর রিপনের কবিতা – বুনোজাহাজের প্রেত, Probar Ripon Kobita – Bunojahajer Pret lyrics on GrabLyrics. Probar Ripon is a good actor, writer and singer of Sonar Bangla Circus band. “Je jibon foring er” Bangla natok cast by Probar Ripon and he is a great philosophical poet of Bangladesh. বুনো জাহাজের প্রেত কবিতার কথা প্রবার রিপন তার কাব্যগ্রন্থ গোধুলী ক্যাবারে তে যুক্ত করেছেন। Bangla kobita for caption, Probar Ripon Bangla Kobita caption for fb, instagram. Bangla poem lyrics of Probar Ripon – Buno Jahajer Pret bengali poem lyrics.

bunojahajer pret kobit lyrics by probar ripon

Bunojahajer Pret Kobita Lyrics by Probar Ripon:

মানুষের সব অর্জনকে যদি অস্বীকার করি
আমাকে কি ধাক্কা মেরে ফেলে দেবে জাহাজ থেকে?
এই সামান্য অর্জনের জন্য যা বিসর্জন দিয়েছি
তা বলে যদি অট্টহাসি দেই হাওয়ার পাটাতনে,
আমাকে কি ধাক্কা দিয়ে ফেলে দেবে মাস্তুলের অনেক নিচে?
যেখানে সমুদ্র জঙ্গলের ভেতর রঙধনু মাছ তার দেহে আঁকে
মানুষের মনে যে পথে জেগে উঠেই আবার হারিয়ে গেছে,
সেখানে শ্যাওলাপড়া আগ্নেয়শিলা না
জ্বলে জ্বলে ভুলে গেছে আগুনের স্মৃতি,
অথবা নাবিকের করােটির ভেতর স্বপ্নের অপরুপ বুদ্বুদ
এখনাে বেঁচে আছে শেষ মানুষটার করুণ মৃত্যু দেখবে বলে।
সমুদ্র থেকে দূরে নির্বাসনে যাওয়ার আর কোনাে পথে নেই তীরের;
যতদূর চলে গেছে বলে ভাবে সেখানেও শূন্যতার সাগর যায় তেড়েফুঁড়ে,
সে জানে তার অপরাধের সব স্রোতের প্লাবন তাদের আবার ডােবাবে।।

আহ যে পাথরের নিচে আমি চাপা পড়ে আছি।
তা আমার চেয়েও হালকা
কিন্তু তার নাম পাথর জেনে
বিনা বাধায় তার নিচে সঁপে দিয়েছি জীবন !

আহ মানুষের জীবন হাওয়ায় ধনুকের তীরের মতাে হলেও
ভয়ে ঘুরে গেঁথে গেছে নিজের পাঁজরে;
আর রক্ত ঝরছে আর সমুদ্রে মহাপ্লাবন জাগে সে রক্তে
একটা সাদা সমুদ্রপাখি যে ঢেউয়ে ডানা নামালাে এখনই,
যেন কম্পিত হৃদয় কোনাে রক্তাক্ত বেহালার ডাকে
নেমে এসেছে নক্ষত্রভরা আকাশ থেকে !
কি সুর শুনবে সে এই মানুষের রক্তসমুদ্রর মতাে বেহালা থেকে
কোন কোন শিশুর ডুবে যাওয়া লাশের বিগত হৃদস্পন্দন ?
বেহালার তার থেকে বেথােভেনের আগ্নেয় হৃদয়ের ইশারাতে
কি গান গাইবে সমুদ্র অতলে হাড়ের মতাে পড়ে থাকা কুমারীরা ?
তাদের হৃদয়ের বুনুনির ভেতর কোন সুতাে ছিড়ে গেছে
পুরুষের কামার্ত মাংসতন্তর বিষবাষ্পে ?

কি এমন করেছে পুরুষেরা,
অরণ্যকে সবুজ ক্ষুধায় পুড়ে যাওয়া শহরে রুপান্তর করা ছাড়া ?
মরিচীকার সমুদ্রের অতলে পড়ে থাকা কিছু জীবন্ত ডুবুরীর হাড়গােড়
কালান্তরের নিঃশ্বাস থেকে উঠে এসে
অমাবস্যার রাতে চাঁদের আলোর খোঁজ করে !
কি এমন জন্মই বা দিয়েছে নারীরা?
যারা একদিন নক্ষত্রের মতাে গর্ভবতী হয়েছিলাে
আর এখন সেই গর্ভের অনাহুত ভারে
কোনাে পালকের নিচে শবের মতাে নিজেদের রক্তিম দেহ লুকোচ্ছে !

হায় ! মানুষের অসীম ভাগ্য মানুষকে ত্যাগ করে চলে গেছে
এখন তারা শুধু তাদের নিজেদের কঙ্কাল নিয়ে খেলে;
একজন ভাঙে আরেকজনকে আরেকজন ভাঙে আরেকজনের
আর শেষজন অপেক্ষা করছে কখন ভাঙবে সবাই একসাথে,
আর শেষে খুবই হালকা কোনাে হাওয়া এসে তাকে গুড়িয়ে দিয়ে
শূন্যতার সমুদ্রে পরিহাসের হাওয়ায় শেষ কান্না হয়ে হারিয়ে যাবে।

আমরা তেমন কোথাও আসিনি-
পায়ের চক্রান্তে ভয়ে ভয়ে এসেছি যেখানে,
এসে ভাবছি কোথায় না চলে এসেছি, আর তাতে পায়ের সে কি কৃতিত্ব!
যেমন বাঘের ভয়ে কেউ মগডালে উঠে বসে ভাবে,
গাছে চড়াতে সে কতই না পারঙ্গম !
আহ ! সভ্য হওয়ার চাপেই আমরা এত নৃশংস !
অন্যের ফুলবাগান ধ্বংস না করলে আমাদের বাগানে ফুল ফোটে না কোনাে,
সেই ফুলে কার শব সাজাবাে যে ইতােমধ্যেই মরে ভূত হয়ে গেছে !
এবং সে এমন এক অলীক গান গাচ্ছে
যা শােনার মতাে কেউ আর বেঁচে নেই এই লৌকিক মরূদ্যানে,
সব গান থেমে গেছে সব শবের কণ্ঠে ।
হৃদয় সেই প্রাগৈতিহাসিক জন্তু যার মাংস খেয়ে
আমরা তার হাড়ে বানানাে বাঁশীতে ফুঁ দিয়ে ডাকছি মহাপ্রলয় !
ম বলা যায়, যা আমাদের এই দেহধারী অদৃশ্যতার ঝাড়ফুক, যাদুমন্ত্র?
এবং প্যারিসের কোনাে ফ্যাশন কোনাে ফ্যাশন সচেতন আধুনিকা,
তােমার পাঁজর খুলে দেখাও
আমি নিশ্চিত নই সেখানে আর হৃদয় আছে কিনা,
আর যদি না থাকে তবে বাজিতে তুমি হেরে পারবে না কারাে হতে,
শুধু নিজের শবের সাথে প্রেম করা ছাড়া
আর কোনাে প্রেমিক নেই তােমার।

দূরে কোন জাহাজের ডাক শুনছি আবার !
কোনাে এক শিশুর মতাে তার কণ্ঠস্বর !
তােমরা কি তাকে ভবিষ্যৎ বলাে অথবা আগামীকাল,
যা গতকালকে হত্যা করে।
বিজয়ী খুনীর মতাে নবীন আলাের ছদ্মবেশে
প্রাচীন আলাের ক্বাথ লুকোচ্ছে ?
শেকড়ে যার পােকা তার শিখরে ঈগল বসে কিভাবে !
সমস্ত সূর্যমুখী মরে গেছে আর যা আছে ভাবছাে তাও মরে যাবে;
সূর্যই যেখানে মৃত,
সেখানে কার মুখ কোন দিকে ঘােরে আলাের প্রেমে;
ভেবে আর কি হবে,
অন্ধকারের শীতল গান-পচা কানে নীরবতার কাদা বাড়ানাে ছাড়া !

বলাে মানুষের সব অর্জনকে যদি অস্বীকার করি
আমাকে কি ধাক্কা মেরে ফেলে দেবে ?
তােমরা যারা মৃত আত্মার মতাে হাওয়ায় ভেসে থেকে ভাবছাে
আছাে জাহাজের পাটাতনে ।
হাহ হাহ হাহ মানুষ, তােমাদের বিশ্বাস অবিশ্বাস্য !
যেমন মৃত মানুষ অনন্তের দিকে গলে যেতে যেতে ভাবে
তার এখনাে একটি গাছ আর একটি বায়সন খাওয়া বাকী আছে… !

আরোও কবিতাঃ
Tomare Peye Gele Birat Somossa Hoya Jaito Kobita Lyrics by Pritom K Paul
Bertho Manush Kobita Lyrics (ব্যর্থ মানুষ) Probar Ripon
Sports Car Kobita (স্পোর্টস কার) Probar Ripon

বুনোজাহাজের প্রেত কবিতার লিরিক্স- প্রবর রিপনঃ

Manusher sob orrjonke jodi osshikar kori
Amake ki dhakka mere fele debe jahaj theke ?
Ei samanno orrjoner jonno ja bisorjon diyechi
ta bole jodi ottohashi dei hawar patatone,
Amake ki dhakka mere fele debe mastuler onek niche ?
Jekhane somudro jonholer vetor rongdhonu mach tar dehe aake
Manusher mone je poth ejege uthei abar hariye geche
Sekhane sheulapara agneyoshila na
Jole jole vule geche aguner smrrit,,,
Othoba nabiker korotir vetor sopner oporup mrritu dekhbo bole

Bunojahajer Pret Kobita is taken from Godhuli Cabare, which was published on Amar Ekushe Boi Mela 2022. You can buy this book “Godhuli Cabare from Rokomari.


Share with your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *