Skip to content
Home » Epitaph Lyrics by Aurthohin (এপিটাফ) Bassbaba Sumon

Epitaph Lyrics by Aurthohin (এপিটাফ) Bassbaba Sumon

Share with your Friends

Eipitaph Aurthohin lyrics song sung by Saidus Salehin Khaled Sumon known as Bassbaba Sumon. Eipitaph song lyrics by Bassbaba Sumon from Bangla rock band Aurthohin. Bassbaba Sumon Feat. Juhie and Mahaan Epitaph song was published on 2015. Brishti Nemeche Aj Akash venge lyrics aurthohin bassbaba sumon. Epitaph bangla song lyrics was taken from Shopnochura album of Aurthohin. এপিটাফ লিরিক্স অর্থহীন ব্যান্ডের বেসবাবা সুমনের লেখা ও গাওয়া একটি গান।

Song:Epitaph (এপিটাফ)
Lyrics & Vocal:Bassbaba Sumon
Album:Shopnochura
Band:Aurthohin
Eipitaph Aurthohin lyrics song by bassbaba sumon
YouTube player

Epitaph song Lyrics by Aurthohin – Bassbaba Sumon:

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাঁটছি আমি মেঠো পথে,
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে।
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়।

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর,
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর
বহুদূর….

সাদা কালো এ জীবনের মাঝে
রঙ্গিন ছিলে তুমি শুধু,
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর।
আজ আমার হাতের মুঠোয়
নেই যে তোমার হাত
ভোরের আলো ফুটবে কখন,
ভেবেছি কত রাত।

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর,
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর
বহুদূর……
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি নাই তুমি যে পাশে,
ভেবেছিলাম তুমি থাকবে
দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে।

তবে কি যুদ্ধে গেলাম
তোমায় হারাতে,
এপিটাফ এর লেখা গুলো
পড়ি ঝাপসা চোখে।
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গান এর সুর,
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে বহুদূর।
বহুদূর……
বহুদূর…
বহুদূর……

আরোও লিরিক্সঃ
>> Boyos Holo Amar Lyrics (বয়স হলো আমার) Bassbaba Sumon
>> Tomra Jedin Shohore Ashbe Lyrics | তোমরা যেদিন শহরে আসবে – Metrolife
>> Title 101 Lyrics (টাইটেল ১০১) Raihan Rahee

এপিটাফ গানের লিরিক্স – অর্থহীন ব্যান্ড – সুমনঃ

Brishti nemeche aaj akaash venge
Haatchi ami metho pothe
Moner canvas-a bhasche tomar chobi
Bohudin tomay dekhi na je
Tomay niye koto swopno aj kothay haray
Purono gaantar sur aj more kaday

Tumi to diyechile more krrishnochura phool
Ami to boshechilam niye shdhu gaaner sur
Tumi to diyechile more krrishnochura phool
Chole gecho kothay aamay fele bohudur
Bohudur…

Sada kalo a jiboner majhe
Rongin chile tumi shudhu
TOmaay niye lekha koto kobitaay
Diyechilam koto sur
Aaj amar hater muthoy
Nei je tomar haat
Bhorer alo futbe kokhon
Bhebechi koto raat

Tumi to diyechile more krrishnochura phool
Ami to boshechilam niye shdhu gaaner sur
Tumi to diyechile more krrishnochura phool
Chole gecho kothay aamay fele bohudur
Bohudur…
Juddho sheshe aaj ghore firey
Dekhi naai tumi je pashe
Bhebeshilamn tumi thakbe
Dariye krrishnochura phool hate

Tobe ki juddhe gelam
Tomay haarate
Epitaph er lekha gulo
Pori jhapsaa chokhe
Tumi to diyechile more krrishnochura phool
Ami to boshechilam niye shdhu gaaner sur
Tumi to diyechile more krrishnochura phool
Chole gecho kothay aamay fele bohudur
Bohudur…
Bohudur…
Bohudur…

স্বপ্নচূড়া এলবামের গান এপিটাফ, অর্থহীন ব্যান্ডের বেসবাবা সুমনের গাওয়া এক অসাধারণ গান। যা শ্রোতামহলে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।


Share with your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *