Skip to content
Home » যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় | Kobitar Gaan Lyrics

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় | Kobitar Gaan Lyrics

Share with your Friends

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায় lyrics song is viral in internet. কবিতার গান লিরিক্সটি পাবেন এখন এখানে। Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kaday Lyrics sung by Hasan Joy ft. Sabbir Hasan Joy, Timothy Sajjan and more.

যদি বারেবারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
YouTube player
Tittle Kobitar Gaan
Artist Agun Pakhir Gaan
AlbumAgun Pakhir Gaan
GenrePop
Year of Release2021

Kobitar Gaan – Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kaday Lyrics

লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা ।।

যদি বারে বারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালা লালালালা
লালালালালালালালাললালালা।।

যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়,
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়,
তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালা

যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার,
তবে অভিনয় হয় সবগুলো অভিসার।
যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার,
তবে কি থাকে তোমার
বলো কি থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়,
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালা

যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা ।।

কবিতার গান – যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় লিরিক্স

Lallala
Lallalala
Lallalalalalalala

Jodi bare bare eki sure
Prem tomay kaday
Tobe premika kothay
Aar prem e ba kothay?

Jodi dishehara isharate
Premi deke jayy
Tobe ishara kothay
aar ashara kothay?

Jodi mitthe mone hoy sob purono kotha
Jodi chayer kape jomne nirobota
Tobe bujhe nio chader alo koto osohay

Lallalala
Lallalalalalalala

Jodi protidin sei rongin
Hasi betha dey,
Jodi sottogulo swopno hoye
Shudhu kotha dey,
Tobe shune dekho premiker
Gaanoo osohay
Lallala
Lallalala
Lallalalalalalala

Jodi obhijog kere ney sob odhikar
Tobe obinoy hoy sobgulo obhisar
JOdi jhilmil neel aloke
Dheke dey adhar
Tobe ki thake tomar
Bolo ki thake amar?

Jodi bhalobasa sore gele
More jete hoy
Kyano sei prem phire ele
Here jete bhoy?
Sheshe kobitara daysara
Gaan geye jaai
Lallala
Lallalala
Lallalalalalalala

Jodi bare bare eki sure
Prem tomay kaday
Tobe premika kothay
Aar prem e ba kothay?
Jodi dishehara isharate
Premi deke jayy
Tobe ishara kothay
aar ashara kothay?

Jodi mitthe mone hoy sob purono kotha
Jodi chayer kape jomne nirobota
Tobe bujhe nio chader alo koto osohay
Lallala
Lallalala
Lallalalalalalala

এই গানটি ব্যাপক ভাবে ইন্টারনেট দুনিয়ায় সারা ফেলেছে। এমন আরো গান পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করুন, ধন্যবাদ।


Share with your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *