Bebshar Poristhiti Lyrics is new and viral Bangla song lyrics sung by Aly Hasan released on G Series Music channel. Bebsar Poristhiti song’s Lyrics & Tune made by Aly Hasan. ব্যাবসার পরিস্থিতি” গানটিতে বাংলাদেশের সকল ক্ষুদ্র ব্যাবসায়ীদের মনের কথা এতো সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, গানটির প্রত্যেকটি শব্দের সাথে সকল ক্ষুদ্র ব্যাবসায়ীরা একমত। ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স পাবেন আমাদের এই সাইটে।
Song : | Bebshar Poristhiti (ব্যবসার পরিস্থিতি) |
Lyric & Tune : | Aly Hasan |
Music : | Sadi Vai |
Label : | G Series |
Bebshar Poristhiti song Lyrics in Bengali:
ভাই, কন্নি কত?
১২০ টাকা।
দিয়া দাও করমুনে কালকে দেখা
কলাদা, রুটি নামা গলাদা
ভাইয়ের জায়গায় ভাই আছত
ব্যবসার হিসাব আলাদা
সরম দিলা ভাইরে
ভাই আচস বাইরে
লাখ টাকা খাওয়াইয়া দিমু
দোকানের বাইরে
কী খবর… আলী মিয়া
চিল্লাইতাছ কি নিয়া?
কন্নি দিয়া বন্নি করুম
খেলা শুরু বাকি দিয়া
মানুষ ত মনে করে হুদা হুদি চেতি
আহেন ভাই, বহেন দেখেন
কই… ব্যবসার পরিস্থিতি….
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ আ তিতি তিতি…..
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
ভাই এতলা টাকা এডভান্স দিয়া,
নিজের শইলের শ্রম দিয়া,
ব্যবসা কইরা কী লাভ মিয়া?
টেকা ঘুরাই বাকি নিয়া!
দেহাইতে হয় ময়না টিয়া,
খাওয়াইতে হয় কাউয়া দিয়া।
কথাটা হুনতে খারাপ
ব্যবসার …. ব্যবসা নিয়া
কি ও বড় ভাই…
আপনের দেহি খবর নাই,
ভাবতাছি হারাইয়া গেছেন;
নাকি বাল মইরাই গেছেন
দূরও মিয়া কী কইতাছেন”
দূরও মিয়া কী কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
বাকি টেকার খবর নাই
টেকা দিবেন কবে?
আজকে নাইলে কালকে।।
ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা?
আজকে নাইলে কালকে
কালকে নাইলে পরশু
পরশু নাইলে টস্যু
হালার আমরা কী নস্যু?????
আছে নেহি ফেবিকলের
চাইরশো মিলি আঠা?
আছে তো একদাম
৭০ টাকা দাদা…
দইত মিয়া পাগল হইচেন?
কী কইতাচেন যা তা?
রেট দিলাম ভাটা
সালা তারপরও কস টাটা??
ভাই ষাইট টাকাই দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার টাকা মড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন।
ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না
আইয়া খালি আতাই বাজান
দাম হুইনা আর কিনে না….
কী খবর বস?
তোর বসে খাইছে লস!
বারো ইন্সিতে এক ফুট
তিন ফুটে এক গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস??
আমি খাইছি ব্যবসাই লস
আমার লগেই মজা লস?
মালের দাম কী কমছে,
নাকি আগের থেইকা জমছে?
হ আপনার লাইগ্যাই কমছে,
সত্যিই কস কমছে?
সত্যিই কস কমছে?
মালের দাম কি কমছে?
এদেশে কী মালের দাম
ভাই বাড়া ছাড়া কমছে?
দূরও এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইটটা,,,,
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা!!
তোমার লাইট তো কাইট্টা
মাইনষের টা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া
চেন্স কইরা দে লাইটটা….
কিছু কিছু প্রোডাক্ট আছে
মায়ে বানায় পুতে বেচে
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে।
কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে?
কীরে যৌবন লাল?
দুই পাউন্ড রং দে লাল,
তোর যে স্লিপ করুম
মালিকরে কদ্দুর ভরুম
আইজকা বেশী ভুরুম?
তোগো ভাই পেট না শোরুম?
ওগো তো খাইয়া অন্যায়
আর আমি না খাইয়াই করুম
আরেকদিন আরেক হালায়
কিন্না নিচে রশি
রশশি কিইন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি
ব্যবসা হইলো টোপের খেলা
টোপের ভিতর বড়শি
দেড়শো টাকার ছাগল টানতে
দুইশো টাকার রশশি ……
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ আ তিতি তিতি…..
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
ভাই,
ব্যবসার যে পরিস্থিতি
উল্টাই নিজে তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
আরোও লিরিক্সঃ
>> Kodom Lyrics Blue Jeans (এক গুচ্ছ কদম হাতে)
>> Am bagane iter vata Lyrics (আমবাগানে ইটের ভাটা) Gaanpoka
>> আটটা বাজে দেরি করিস না | At ta Baje Deri Koris Na Lyrics | HAWA movie song
ব্যবসার পরিস্থিতি গানের Lyrics:
ব্যাকগ্রাউন্ড মিউজিকের বাড়াবাড়ি নেই, সাথে অতি সাধারণ নিত্যদিনের কথোপকথন, রাগ,হতাশা সবকিছু একেবারে দেশীয় স্টাইলে ফুটে উঠেছে গানটাতে। সত্যিই অসাধারণ। ব্যাবসার পরিস্থিতি” গানটিতে বাংলাদেশের সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের মনের কথা ফুটে উঠেছে। বাংলাদেশ সহ ভারতের শ্রোতারাও এই গানের প্রশংসা করছে।
ব্যাবসার পরিস্থিতি গানটি ওয়েলকাম টিউন / কলার টিউন হিসেবে পেতে
গ্রামীনফোনের গ্রাহকরা WT লিখে স্পেস দিয়ে কোড লিখুন 10888981 পাঠিয়ে দিন 24000 নম্বরে
রবি গ্রাহকরা GET লিখে স্পেস দিয়ে কোড লিখুন 10888981 পাঠিয়ে দিন 28466 নম্বরে
এয়ারটেল গ্রাহকরা CT লিখে স্পেস দিয়ে কোড লিখুন 10888981 পাঠিয়ে দিন 23123 নম্বরে
বাংলালিংক গ্রাহকরা DOWN লিখে স্পেস না দিয়ে কোড লিখুন 10888981 পাঠিয়ে দিন 22222 নম্বরে